⤖끞귆ᩲ筲ꤗ鎆㳇槸稼ṩ䞚鄾쿱飮㹏麆멬廊흲㪝康ꦭꍥ帇₟鿞暢鞥拱樌⇗মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ | ঢাকা অর্থনীতি
দেশজুড়ে

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত করতে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। অভিযানে ভেঙে ফেলা হচ্ছে বাসস্ট্যান্ড এলাকার চারতলা পৌর সুপার মার্কেট। ইতোমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কাঁচাবাজারের শতাধিক অবৈধ স্থাপনা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পাঁচটি বুলডোজার দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক বিভাগ।

উচ্ছেদ তালিকায় আরও পাঁচ শতাধিক স্থাপনা রয়েছে বলে জানায় মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।

সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং সরকারের যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী এবং মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন চলমান এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ আলাউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ ও হাফিজুর রহমান সহায়তা করেন। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ফারুকী বলেন, ‘মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। এরই মধ্যে কিছু স্থাপনা উচ্ছেদও করা হয়েছে। নোটিশের পরও যেসব স্থাপনা সরানো হয়নি সেগুলো উচ্ছেদ করতে এই অভিযান চলছে।’ অবৈধ স্থাপনা যারই হোক না কেন তা উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম সড়ক ও জনপথের এ উচ্ছেদ অভিযানে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে এসব অবৈধ স্থাপনা অপসারণ প্রয়োজন।’ তবে তিনি বাসস্ট্যান্ড এলাকায় পৌর মার্কেট সম্পূর্ণ না ভেঙে যেটুকু  রাস্তার জন্য প্রয়োজন শুধু সেটুকুই ভাঙার দাবি জানান।

সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close