সাভারস্থানীয় সংবাদ
সাভারে দুই কারখানায় র্যাবের অভিযান (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বেকারি পন্য উৎপাদনকারী দুটি কারখানায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাব।
সোমবার (২০ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানা ও কাজীমোকমাপাড়া এলাকার রেবা রানী খাদ্যদ্রব্য উৎপাদনকারী এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
র্যাব জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থবিধি না মেনে খাদ্য তৈরির দায়ে অনিক ফুড সেমাই কারখানার মালিক ইমরান হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়।
অন্যদিকে রেবা রানী নামে একটি বেকারি কারখানাকে একই অভিযোগে এর মালিক দুলাল সাহাকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৪০০ লিটার অস্বাস্থ্যকর পোড়া তেল উদ্ধার করা হয়।
অভিযানে র্যাব ৪ এর সিনিয়র এএসপি উনু মংসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
ভিডিও দেখুন: