প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে তুরাগ নদীতে তরুণীর লাশ!
নিজস্ব প্রতিবেদক: সাভারে তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাভারে বিরুলীয়া এলাকার তুরাগ নদীতে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলীয়া ফাড়ির ইনচার্জ এস আই আজগর আলী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তরুণীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তরুণীর মৃত্যু তিন থেকে চারদিন আগে হয়েছে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।