প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে তুরাগ তীরে অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে তুরাগ নদীর তীরে গড়ে উঠা বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামাণ আদালত। এসময় কয়েকটি অবৈধ ইটভাটায় আর্থিক জরিমানাও করেছে।
বুধবার(১৮ ডিসেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচানা করা হয়। এ সময় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশে আজ আমিনবাজারের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থানীয় তিতাস ব্রিক্স, মিতালী ব্রিক্স ও এমএসএম ব্রিক্সের কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। পরে ওই সব ইটভাটার মালিকদের পাঁচ লক্ষ করে মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয় । এ অভিযান অব্যাহত থাকবে।
/আরএম