সাভারস্থানীয় সংবাদ
সাভারে তিতাসের গ্যাস সরবরাহ চালু
নিজস্ব প্রতিবেদক: তিতাস গ্যাসের পাইপলাইন রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনের জন্য ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সাভার, ধামরাই ও মানিকগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার ঘোষণা থাকলেও তার আগেই গ্যাস সরবরাহ চালু হয়েছে।
বুধবার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে এ অঞ্চলের গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে নিশ্চিত করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের সাভার জোনের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্রদেব।
তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই আমাদের কাজ সম্পন্ন হয়েছে। আমরা ৪৮ ঘণ্টার নোটিশ আগেই প্রদান করেছিলাম।
বিকল্প ব্যবস্থায় সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগেই আমরা ট্রান্সমিশন শুরু করতে পেরেছি।
জানা যায়, আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা ছিল বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি জানায়, সাভার জোনের অধিভুক্ত সাভার ও ঢাকায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন, শিল্প প্রতিষ্ঠান, আবাসিক গ্রাহক সকল স্থানেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
সাভার জোনের আওতায় গাজীপুরের চন্দ্রা থেকে সাভারে আমিনবাজার ও আশুলিয়ার নয়ারহাট থেকে আশুরিয়া বাজার পর্যন্ত। সাভার জোনে আবাসিক গ্রাহক সংখ্যা প্রায় ৫০ হাজার, শিল্প ও বাণিজ্যিখ গ্রাহক সংখ্যা এক হাজার ২০০।