প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে ডোবাতে নারীর লাশ
নিজস্ব প্রতিবেদক: সাভারের বলিয়ারপুরে ডোবা থেকে অজ্ঞাত এক নারীর (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) হামিদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের শরীর পুরোপুরি পচে গলে গেছে। ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৭ দিন আগে নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারনা, নারীকে হত্যার পরে রাতের আধারে হত্যাকারীরা মরদেহটি ডোবায় ফেলে রেখে যায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।