দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: সাভারে পাথর বোঁঝাই ট্রাকচাপায় আব্দুর রশিদ খান (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রশিদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সুকথায় গ্রামের তাইফুর রহমানের ছেলে। তিনি একেএইচ নিটিং এন্ড ডাইং নামক পোশাক কারখানায় কাজ করতেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, নিহত আবদুর রশিদ সকালে তার দেশের বাড়ি থেকে ফিরে সাভারের বাসায় যাচ্ছিল। এসময় সাভারের রাজফুলবাড়িয়া স্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রশিদের।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসলে পরর্বর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।