আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্যসাভারস্থানীয় সংবাদ

সাভারে ট্যানারি নগরীতে চলছে পশুর কাঁচা চামড়া সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: কোরবানি ঈদের প্রথম দিনেই সাভারের চামড়া শিল্প নগরীর ট্যানারী গুলোতে ঢুকতে শুরু করেছে পশুর কাঁচা চামড়া।  রাজধানীসহ আশপাশের এলাকা গুলো থেকে পাইকার, মৌসুমি ব্যবসায়ীসহ বিভিন্ন মাদ্রাসা থেকে আসছে এসব চামড়া। এসব চামড়া সংগ্রহের পর প্রতিটি ট্যানারীতে শ্রমিকরা কাঁচা চামড়াগুলো লবণজাত করতে প্রস্তুত করছে।

বুধবার (২১ জুলাই) দুপুর পর থেকে প্রতিটি ট্যানারীতে ট্রাকে করে কাচা চামড়া নিয়ে আসে মৌসুমি ব্যবসায়ী, পাইকার ও মাদ্রাসা কর্তৃপক্ষ। বিকালের দিকে চামড়ার ট্রাক প্রবেশের সংখ্যা আরো বেড়ে যায়।

এদিকে, এবার ৮০ লাখ পিছ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা করেছে ট্যানারীর মালিকরা। তবে, চামড়া সংগ্রহের পর লক্ষমাত্রা পূরণ হয়েছে কিনা সেটি জানা যাবে বলে জানিয়েছে ট্যানারী মালিকরা।

Related Articles

Leave a Reply

Close
Close