সাভারস্থানীয় সংবাদ

সাভারে জাটকা ইলিশ জব্দ, বহনকারী চালককে অর্থদন্ড (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: সাভারে চার লাখ টাকা মুল্যের জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস । সোমবার ( ১৬ মার্চ) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকার মাছের আড়ৎ থেকে জাটকা ইলিশ গুলো জব্দ করেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ।

সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, অসাধু মাছ ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাকি দিয়ে ওই মাছের আড়ৎ এ জাটকা ইলিশ বিক্রি করে আসছিলো। এমন সংবাদের খবর পেয়ে ওই মাছের আড়ৎ এ অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানসহ তিন’শ বিশ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।

যার আনুমানিক দাম ৪ লাখ টাকা। মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে  মাছ ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে উপজেলা চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর উপস্থিতিতে জাটকা মাছ বিভিন্ন মাদ্রাসা এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই পিকআপ ভ্যান চালক হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close