প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে ছাগল ভর্তি ট্রাক পুকুরে; বেপারী ও হেলপার নিহত (ভিডিও সহ)

নিজস্ব প্রতিবেদক: সাভারে ট্রাক ভর্তি ছাগল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাক পুকুরে ডুবে যায়। এসময় ট্রাকে থাকা ছাগলের বেপারী ও হেলপারের মরদেহ উদ্ধার করেছে সাভার ফায়ার সার্ভিস। পরে নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাতে জয়পুরহাট থেকে ছাগল বোঝাই একটি ট্রাক রাজধানীর গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।
নিহতরা হলেন- যশোরের সদর থানার তেচুলিয়া গ্রামের মৃত ইসলাম মন্ডলেল ছেলে জাকারিয়া হোসেন। তিনি ছিলে ছাগলের বেপারী। অপরজন ট্রাকের হেলপার হাসান মিয়া। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের সোনাপাড়া থানা।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে তল্লাশী চালিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। ওই ট্রাকে দুই’শ দশটি ছাগল ছিলো সব গুলো ছাগল মারা গেছে।

এ বিষয়ে সাভঅর মডেল থানার এএসআই শরীফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কুয়াশা ও বৃষ্টির কারনে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে থেকে ছিটকে পাশ্ববর্তী পুকুরে ডুবে যায়। তবে বেপারী ও হেলপার মারা গেছেন। তবে ধারনা করা হচ্ছে, এ ঘটনায় চালক পালাতক রয়েছে।
নিহতরা হলেন- যশোরের সদর থানার তেচুলিয়া গ্রামের মৃত ইসলাম মন্ডলেল ছেলে জাকারিয়া হোসেন। তিনি ছিলে ছাগলের বেপারী। অপরজন ট্রাকের হেলপার হাসান মিয়া। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের সোনাপাড়া থানা।

এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্য লিটন আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি দল উদ্ধার অভিযান চালায়। এসময়  দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে আজ ভোরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close