প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: সাভারে চোর সন্দেহে সবুজ নামে এক যুবক গনপিটুনিতে নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারের কাতলাপুরে এই ঘটনা ঘটে। নিহত সবুজ নিলফামারীর সৈয়দপুর থানার আইসক্যান গ্রামের নিখিলের ছেলে। বর্তমানে সাভারের উলাইল ভান্ডারীমোড় এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কাতলাপুর এলাকায় মোবাইল চোর সন্দেহে অজ্ঞাত এই যুবককে গনপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে উদ্ধার করে সাভার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close