প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে চাকরির নামে প্রতারণা, আটক ৭

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে চাকরি দেয়ার নামে ভুয়া কোম্পানি খুলে দরিদ্র মানুষের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব -৪। এ সময় প্রতারকদের কাছে জিম্মি থাকা ১২ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

বুধবার রাতে র‌্যাব-৪ (সিপিসি-২) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেলিম হোসেন, সোহেল রানা, আজিজুল ইসলাম, মো. সোহান, জাহাঙ্গীর হোসেন, ফারহানা আক্তার সিমু, তাসলিমা আক্তার।

র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তেঁতুলঝোরা এলাকায় হাজি মোহাম্মদ বিল্লালের মালিকানাধীন সাইজুদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তরিকুল ফোর স্টার সিকিউরিটি লিমিটেডের কার্যালয়ে অভিযান চালানো হয়। প্রতারণার কাজে ব্যবহৃত ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫টি জীবনবৃত্তান্ত, ৫টি অব্যাহতির ফরম, ৩০টি নিয়োগ বিজ্ঞপ্তির ছোট ব্যানার, স্ক্যানার, সিপিইউ, মনিটর, ল্যাপটপ ও ১১টি মোবাইল জব্দ করা হয়।

আটক ৭ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close