প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ; চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সাভারের হেমায়েতপুরের মোল্লাপাড়ায় বাসা বাড়ির গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ ও সাইফুল ইসলাম নামে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় দগ্ধ অবস্থায় এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাবিব নামে আরো একজন। নিহত ও দগ্ধরা সবাই টাইলস মিস্ত্রি বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। এর আগে বুধবার দিবাগত ভোর রাতে তারা দগ্ধ হন। নিহত ফরিদ হোসেনের গ্রামের বাড়িগোপালগঞ্জ ও সাইফুল হোসেনের গ্রামের বাড়ির কুষ্টিয়া জেলায়।
সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, হেমায়েতপুরের মোল্লাপাড়ায় মাসুদ হোসেনের মালিকানাধীন ২য় তলার নীচ তলায় বাড়িতে ওই ৩ টাইলস মিস্ত্রি ভাড়া থাকতেন। গেল বুধবার দিবাগত ভোর রাতে তারা ৩ জন তাদের ভাড়া বাড়ির নিজ কক্ষে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুজন। ঘটনার পর থেকে বাড়ির মালিক ও তার পরিবার পলাতক রয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারনা, ভোরে রান্না করার সময় চুলায় আগুন জ্বালাতে গেলে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে আগুন ধরে তারা দগ্ধ হন। এছাড়া গ্যাসের লাইনটি অবৈধ। নিহত পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।