প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে খোলা মাঠে রিকশা চালকের লাশ

নিজস্ব প্রতিবেদক: সাভারে খোলা জায়গা মোস্তাফিজুর রহমান নামে এক রিকশা চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে ( ১৫ অক্টোবর) সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার খোলা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম মোস্তাফিজুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর থানার রুস্তম আলীর ছেলে। বর্তমানে সাভার হেমায়েতপুরে কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো ও রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই এনামুল হক জানান, এলাকাবাসী খবরের ভিত্তিতে মরদেহ করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনা সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।