সাভারস্থানীয় সংবাদ

সাভারে খালাতো বোনের স্বামীর ধর্ষণের শিকার স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের কাতলাপুরে খালাতো বোনের স্বামীর ধর্ষণের শিকার হয়েছেন পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী। ধর্ষণের অভিযোগে খালাতো বোনের স্বামী মিলনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর স্থাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মিলন হোসেন পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তিনি কুড়িগ্রামের স্থানীয় বাসিন্দা। তিনি সাভারের কাতলাপুরে একটি বাসায় ভাড়া থাকত।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেলে খালাতো বোনের বাসায় গেলে বাসায় কেউ না থাকায় ওই স্কুল ছাত্রীর হাত-পা বেধে ধর্ষণ করে মিলন। পরে ওই স্কুল ছাত্রী চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ ছুটে আসে। পরে স্থানীয়রা ধর্ষক মিলনকে আটকে রেখে পুলিশে জানালে পুলিশ গিয়ে ধর্ষক মিলনকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close