প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে খাদেমের রগ কাটা কিশোর গ্যাং এর দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে মসজিদের খাদেমের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় দুই কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৮ জুন) সকালে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার নাল্লাপোল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাকিব হোসেন (২২) ও তার সহযোগী ইমন হোসেন (২০)।

জানা যায়, গত ২৪ মে আশুলিয়ার শিমুলিয়ায় মসজিদের খাদেম নজরুল ইসলাম তার ঋণের ৩০ হাজার টাকা পরিশোধ করতে সাভারের উদ্দেশ্যে রওনা হন। সকালে নৈহাটি মসজিদের পাশে পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে আলিম (৪০) এর ইন্ধনে কিশোর গ্যাং রাকিব গ্যাং নেতা রাকিব হোসেন এবং তার সহযোগী ইমন হোসেন তাদের হাতে থাকা ধারালো চাপাতি ও চাকু নিয়ে খাদেমের পথ রোধ করে তাকে এলোপাথারিভাবে মারপিট করতে থাকে।

এক পর্যায়ে রাকিব হোসেন তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে খাদেমের মাথায় কোপ দিলে তিনি প্রাণ রক্ষার্থে সরে গেলে উক্ত কোপ তার বাম পায়ের গোড়ালিতে লেগে রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। রাকিব হোসেন খাদেমের সাথে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।পরে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা প্রাণনাশের হুমকি প্রদান করে পালিয়ে যায়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close