প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে কোটি টাকার হিরোইনসহ বাবা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর (অপস) এএসপি জিয়াউর রহমান চৌধুরী। এর আগে সোমবার (২৪ মে) সাড়ে ১১ টার দিকে সাভারের কলমা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- বি-বাড়িয়া জেলার নবীনগর থানার কড়ইবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ ইসমাইল হোসেন ওরফে বাবুল (৫১) এবং মোঃ কাওছার আহমেদ ওরফে জয় (১৯)। তারা সম্পর্কে দুজন বাবা-ছেলে এবং দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী।

র‌্যাব জানায়, সিপিসি-২, র‌্যাব-৪ এর একটি দল সাভারের কলমা এলাকার আতিকের অটোমোবাইলসের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় ঢাকাগামী একটি অ্যাশ কালারের প্রাইভেটকার থামিয়ে জিজ্ঞাসা করলে সন্দেহ হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তাদের প্রাইভেটকারে ১০ টি পলিপ্যাকে সংরক্ষিত তিন রংয়ের ১ কোটি ১০ হাজার টাকার ১ কেজি ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হয় নগদ ৩৩ হাজার ৩৩০ টাকা ও প্রাইভেটকারটি।

র‌্যাব-৪ এর (অপস) এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে প্রাইভেটকার যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানায় আজ হস্তান্তর করা হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Chytré triky pro vaši kuchyni, zahradu a život: objevte naše nejlepší tipy a triky pro vaši každodenní rutinu. Uvařte si lahodné pokrmy a pěstujte si zeleninu jako profesionálové. Naše užitečné články vám pomohou vytvořit skvělý životní styl. Rychlý IQ test: najděte další číslo za 8 Testování IQ: Najděte 'divokou' Odhalte IQ manžela: fascinující 5sekundový test pro ověření úrovně Test rychlosti: Máte vysoké IQ, pokud dokážete najít chybu v Najít chybu v obrázku za 5 sekund: Najděte velkou chybu na obrázku za 4 sekundy: rychlý IQ Získat nejnovější lifestylové tipy, kuchařské triky a užitečné články o zahradničení na našem webu! Najdete zde spoustu inspirace pro vylepšení svého každodenního života a získání nových dovedností. Buďte součástí naší komunity a objevujte společně s námi radost z jednoduchých, ale efektivních triků pro pohodlnější a zdravější život!
Close
Close