প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে কারখানার গুদামে আগুন, গণমাধ্যমকর্মীদের ঢুকতে বাধা (ভিডিও সহ)

নিজস্ব প্রতিবেদক: সাভারে হেমায়েতপুরে অবনি নীট ওয়্যায় লিঃ নামের একটি কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সাভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শুক্রবার ( ১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হঠাৎ এই কারখানার গুদামে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ওয্যার হাউজ পরিদর্শক আরদেব আলী জানান, খবর সাভার ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি পরে আরো একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।  তদন্ত ছাড়া আগুনের সূত্রপাতের বিষয় নিশ্চিত করা করে বলা যাবে না বলেও তিনি জানান।

পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়েও কোন ধারনা দিতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

এদিকে আগুনের সংবাদ পেয়ে গণমাধ্যম কর্মীরা ছুটে গেলেও তাদের ভিতরে প্রবেশ করতে দেয়নি কারখানার নিরাপত্তা কমীরা। কারো কারো সাথে অসাচারণ করেন।

এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মীরা জানান, আগুনের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে কারখানার ঢুকতে দেয়া হয়নি। এমনকি কারখানার নিরাপত্তাকর্মীরাসহ কয়েক কর্মকর্তা খারাপ ব্যবহার করেন।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close