প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে কর্মকর্তা পরিচয়ে ভুয়া নিয়োগপত্র, ৪ প্রতারক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়া পরিচয়ে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎতের অভিযোগে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছেঠ র্যাব-৪ । এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দলিলের স্ট্যাম্প পেপার, পাসপোর্ট ও অনেকের জীবন বৃত্তান্তসহ নানা কাগজপত্র জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চত করেন র্যাব-৪ এর অপস অফিসার এ-এসপি মাজাহারুল ইসলাম। এরআগে সকালে সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটিদল সাভারে রাজফুলবাড়িয়ায় থেকে ৪ প্রতারকে গ্রেফতার করে।
আসামীরা হলেন- টাঙ্গাইল জেলার মো. শরীফ (৩৯), মো. দেলোয়ার হোসেন (৪৮), মো. আজমত খান (৪২) ও ফরিদপুর জেলার মো.ওবায়দুর রহমান (৩৫)।
এএসপি মাজাহারুল ইসলাম জানান, চক্রটি বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে চাকুরী প্রত্যাশীদের আস্থা অর্জন করতো। তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দিতো। চাকুরীর ভূয়া নিয়োগপত্র ও জাল স্ট্যাম্প তৈরী করে লোকজনের কাছ থেকে বিপুল পরিমানের টাকা আত্মসাৎ করে আসছিলো। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী তাপস কুমার বর্মন নামে একজন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
র্যাব জানায়, উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে অভিনব কায়দায় নিরীহ ব্যক্তিদের বাংলাদেশের বিভিন্ন সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকুরী দেবার প্রলোভন দেখিয়ে চাকুরি প্রত্যাশী গরিব, অসহায়, নিম্ম মধ্যবিত্ত মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশেপাশে অভিনব কায়দায় গরীব ও অসহায় মানুষকে চাকুরী প্রলোভন দিয়ে প্রতারণা করে আসছে।
/এন এইচ