করোনাপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সাভারে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। তাঁদের দুজন সাভারের ও অপরজন ধামরাইয়ের বাসিন্দা। এ নিয়ে দুই সাভার উপজেলায় মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ২৫।
তারা তিনজনই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বেলা তিনটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটার মধ্যে মারা যান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ধামরাই পৌর এলাকার কুমরাইলের আব্দুল লতিফ (৬৫) এবং আশুলিয়ার ডেন্ডাবর এলাকার শুকুর মাহমুদ (৯৩) ও বান্দু মিয়া (৫০)।
এদিকে সাভার ও ধামরাইয়ে গত ৪৮ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
/আরএম