সাভারস্থানীয় সংবাদ
সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২২
নিজস্ব প্রতিবেদক: সাভারে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের হয়েছে ৩২ জন। সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২২ জনে দাড়ালো।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সাভারে গত ২৪ ঘন্টায় ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৩১ জন করোনায় পজিটিভ আসে। অপরদিকে ধামরাইয়ে করোনায় পজিটিভ একজন রোগী সাভারের তালিকার সঙ্গে যুক্ত হবে। ফলে সাভারে গত ২৪ ঘন্টায় নতুন করোনা রোগীর সংখ্যা ৩২ জন।
তবে, এরআগে ৩ জন করোনা রোগী ধামরাইয়ের উপজেলা যুক্ত হওয়ার কথা থাকলেও, তথ্য ঘেটে দেখা যায় তারা সাভারেই বাসিন্ধা। ফলে সে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলেও জানান সায়েমুল হুদা।
উল্লেখ্য, গতকাল বুধবার সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯০ জন।