সাভারস্থানীয় সংবাদ
সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০, সুস্থ ১৪ জন
নিজস্ব প্রতিবেদক: সাভারে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। সাভারে করোনায় রোগীর সংখ্যা বেড়ে ৯০ জনে দাড়ালো।
বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার নাজমুল হুদা মিঠু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার (১২ মে) ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। আজকে ৪৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকী ৫ জন করোনায় পজিটিভ। (যার মধ্যে তিনজন সাভার ও ২ জন আশুলিয়ার বাসিন্ধা।) ফলে সংখ্যা বেড়ে ৯০ জনে দাড়িয়েছে। এছাড়া (১২ মে) পর্যন্ত ৮৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ডা. নাজমুল হুদা মিঠু বলেন, এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২২ জন। আর সাভারে করোনায় মারা গেছেন ২ জন। বাকী সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।