দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে ইট ভাটা মালিক-শ্রমিকদের মানববন্ধন

ঢাকা অর্থনীতি ডেস্ক: পরিবেশ অধিদপ্তর কতৃক বিনা নোটিশে ইট ভাটা ভাঙ্গার প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিভিন্ন ইট ভাটার মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।

মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন ইট ভাটার মালিকরা এ সময় অভিযোগ করেন, সরকার বিনা নোটিশে অযৌক্তিক ভাবে ঝিকঝাক ইট ভাটা ভেঙ্গে দিচ্ছে, এতে করে হাজার হাজার ইট ভাটা শ্রমিক বেকার হয়ে পড়েছে। এভাবে ইট ভাটা ভাঙ্গা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে এসময় সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশগ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Close
Close