প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে আবাসিক গ্যাস সংযোগের দাবিতে সাভারে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে সাভার তিতাস অফিসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঠিকাদার ও গ্রাহকরা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা সাভার-আশুলিয়া গ্যাস ঠিকাদার ও গ্রাহক ঐকি পরিষদ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী করেন তারা।
এসময় বক্তারা বলেন, একটি স্বার্থনেষি মহল সরকারকে ভূল তথ্য দিয়ে আবাসিক সংযোগ বন্ধ রেখেছে। এতে করে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। শুধু তাই নয় বৈধ সংযোগ না পেয়ে গ্রাহকরা অবৈধ সংযোগের দিকে ঝুকছে। তাই দ্রুত বৈধ সংযোগের দাবি জানিয়েছেন উপস্থিত গ্রাহক ও ঠিকাদারা।
তারা আরও বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে আবাসিক গ্যাস সংযোগ পেতে ব্যাংকে অনেক গ্রাহক ডিমান্ডনোটের টাকা জমা দিয়েও কোন সুরাহা পাচ্ছে না।
সাভারে বৈধ গ্যাসের চেয়ে অবৈধ সংযোগই বেশি বলে জানান ঠিকাদার সংগঠন।