দেশজুড়েপ্রধান শিরোনাম
সাভারে অভিনব কায়দায় পরিবহণে ফেনসিডিলের চালান, আটক ২
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে ৩৩৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। শনিবার (১৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর এএসপি রিফাত বাশার তালুকদার।
এর আগে শনিবার (১৫ আগস্ট) ভোরে সাভার বাস ষ্ট্যান্ডে আরএস টাওয়ার এর সামনে চেকপোষ্ট বসিয়ে হাই- ট্রাভেলস বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, দিনাজপুর জেলার মোঃ সোহেল রানা (৩২) ও মোঃ মাসুদ মোল্লা। তারা দুজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেক পোস্ট বসিয়ে হাই- ট্রাভেলস বাসে তল্লাশি চালানো হয়। বাসের সিটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুই ক্যারেটে মোট ৩৩৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহণে অভিনব কায়দায় মাদকদ্রব্য (ফেন্সিডিল) বহন করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।
র্যাব-৪ এর সহকারী পুরিশ সুপার রিফাত বাশার তালুকদার জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/এন এইচ