প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে অন্ত:সত্ত্বা প্রেমিকার মামলায় প্রেমিক আটক
নিজস্ব প্রতিবেদক: সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাউছার ইসলাম শাহীনকে গ্রেপ্তার করেছে।
গেল রাতে মামলা দায়েরের পর বৃহস্পতিবার ভোর রাতে সাভারের হেমায়েতপুরের আর্জেন্টপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার থেকে জানা যায়, সাভারের হেমায়েতপুরের আর্জেন্টপাড়া এলাকার আসলাম মিয়ার ভাড়া বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটের একটি রুমে পরিবার নিয়ে ওই কিশোরী থাকতেন। এবং অপর একটি রুমে অভিযুক্ত কাউছার ইসলাম শাহীন থাকতেন। পাশাপাশি রুমে থাকার সুবাধে তাদের মধ্যে সুসম্পর্ক ও পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পরযায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহিন তাকে একাধিবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই কিশোরী অন্ত:সত্ত্বা হয়ে পড়লে শাহীনকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী কিশোরী থানায় মামলা দায়ের করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, ওই কিশোরীর দায়েরকৃত মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।