সাভারস্থানীয় সংবাদ

সাভারে অনন্ত জলিলের কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাভারের হেমায়েতপুরে অবস্থিত চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এজেআই গ্রুপ কারখানার সামনের সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে।

শ্রমিকরা জানান, কারখানার প্রায় সাত হাজার শ্রমিকের গত ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতে আজ বিকেলে কারখানা ছুটির পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলী বলেন, আসলে তেমন কোনো সমস্যা না। হঠাৎ কারখানার সিপমেন্ট হয়নি তাই বেতন দিতে একটু দেরি হয়েছে। তাই আজ কারখানা ছুটি দেওয়ার পর কিছু শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। পরে আমরা বুঝিয়ে বললে তারা চলে যান।

কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বেতন আদায়ের ব্যবস্থা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close