দেশজুড়েসাভারস্থানীয় সংবাদ

সাভারে অটিস্টিক শিশু ও নারীদের প্রশিক্ষণ কমর্সূচি

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে অটিস্টিক শিশু ও নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান কমর্সূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে ডাটা কন্সালটেন্টস বিডি লিমিটেড এর উদ্যোগে ও রাজফুলবাড়ীয়া শাপলা প্রতিবন্ধী সংগঠন এর সহযোগীতায় তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ কমর্সূচি অনুষ্ঠিত হয়।

তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক এর সভাপতিত্বে কমর্সূচিতে উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার ফিরোজ কাজল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রজেক্ট সুপারভাইজার মোঃ ইমান আলী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগী সংগঠন “মায়ের ভাগ্য উন্নয়ন সংস্থা”র মোঃ হাফিজুর রহমান, RSPS শাপলা প্রতিবন্ধী সংগঠনের সভাপতি হাদিস খান ও ডাটা কন্সালটেন্টস বিডি এর অটিজম বিষয়ক কো-অর্ডিনেটর ডা: মারুফ আহমেদ মৃদুল।

এসময় কমর্সূচিতে অটিস্টিক মহিলা ও শিশুদের অভিভাবকদের জন্য বেসিক জ্ঞান, অটিস্টিক মহিলাদের সক্ষমতা অন্বেষন, অটিস্টিক মহিলা ও শিশুদের যেমন খুশি আকঁ প্রতিযোগীতা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close