দেশজুড়েধামরাইপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে অজ্ঞাত নর-কঙ্কালসহ নারী মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: সাভার ও ধামরাই থেকে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা ও ধামরাই থানা পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে একটি জলাধারে এক ব্যক্তির কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠায়।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ এমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের পরিচয় জানা যায়নি। কেউ হত্যা করে বেশ কিছুদিন আগে লাশটি ওই স্থানে রেখে গিয়েছিল বলে প্রাথমিক ধারনা পুলিশের। শীত মৌসুমে ওই জলাধারে পানি শুকিয়ে যাওয়ায় কঙ্কালটি স্থানীয়রা দেখতে পেয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে দুপুরে ধামরাইয়ের বাথুলি এলাকা থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। নিহত শাবনাজ আক্তার ভোলা জেলার চর ফ্যাশনের শাহ আলম মিয়ার কন্যা।
ধামরাই থানার উপ-পরিদর্শক সুলতান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।