প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারের ব্যাটারি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট (ভিডিও)
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের বিরুলিয়ায় একটি টিনসেড ব্যাটারি কারখানায় আগুন লেগেছে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ৮টা ৪৫ মিনিটের দিকে বিরুলিয়ার আকরাইনের খাগান এলাকার একটি কারখানার ভেতরে এ আগুনের সূত্রপাত ঘটে। রাত ১০ টার দিকে ফায়ার সার্ভিসের মোট ৫ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
সাভার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার বেলাল জানান, রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে অগ্নি নির্বাপনে কাজ শুরু করে। পরে সাভার ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট গিয়ে কাজ করে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারনা ব্যাটারীর এসিড থেকে আগুন লেগে থাকতে পারে। তবে পরবর্তিতে তদন্ত সাপেক্ষে লাগার সঠিক কারন জানা যাবে।
এ বিষয়ে বিরুলিয়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব বলেন, কারখানাটি ব্যাটারি কারখানা বিধায় আগুন আরও বেশি করে জ্বলছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভিডিও দেখুন:
/এন এইচ