প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারের নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছে ‘ছবিঘর’

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ছবিঘর এর উদ্যোগে শতাধিক ছাত্রীকে আত্মরক্ষার কৌশল শেখানো হয়েছে। সাভারের রেডিও কলোনী মডেল স্কুলের ছাত্রীদের এ কৌশল শেখান সংগঠনের সদস্যরা।

শনিবার(০৬ নভেম্বর) সকাল ১১ টায় সাভারের সামাজিক সংগঠন ছবিঘর রেডিও কলোনী মডেল স্কুলের মাঠে ‘নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখানো’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডয়েচে ভেলের বাংলাদেশের প্রতিনিধি হারুন উর রশীদ, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান, রেডিও কলোনি মডেল স্কুলের প্রধান শিক্ষক এইচ এম শাহ আলম, মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক শীলাভদ্র।

স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, বিভিন্ন সময় রাস্তাঘাটে আমরা টিজিং এর শিকার হই। এটা খুবই বিরক্তিকর। আজকের প্রশিক্ষণের মাধ্যমে এখন আমি আত্মরক্ষা করতে পারব। আমরা নারী, আমরা পারি এটা প্রমাণ করে দিতে পারব। শুধু টিজিং নয় আমাদের সাথে কেউ অশালীন আচরণ করলেও আমরা এর প্রতিবাদ করতে পারবো।

ছবিঘরের সভাপতি প্রিন্স ঘোষ বলেন, প্রশিক্ষণের পাশাপাশি স্কুলে মেয়েদের শৌচাগারে মাসিক সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। গত তিন বছরে সাভার ও ধামরাইয়ে প্রায় ৩ হাজার নারী শিক্ষার্থীকে এ কৌশল শেখানো হয়েছে বলে জানান তিনি।

ইউএনও মো. মাজহারুল ইসলাম বলেন, এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। সমাজে ইভটিজিং বা নারীদের উত্ত্যক্ত করার বিষয়টি এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এখনো আমাদের মা-বোনদের উত্যক্তের শিকার হতে হয়। কিছু কিছু কৌশল জানা থাকলে সহজেই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়। সেজন্য খুব বেশি শারীরিক শক্তির প্রয়োজন নেই। আমরা কৌশল ব্যবহার করবো নিজের রক্ষার জন্য কারো প্রাণহানির জন্য নয়।

Related Articles

Leave a Reply

Close
Close