প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারের দুই ফার্মেসীতে অবৈধ ওষুধের সন্ধান, জরিমানা লাখ টাকা
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের অবৈধ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে লাখ টাকা জরিমানা করেছেন সিপিসি-২ র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-৪) এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনির দিদার ফার্মেসি ও হারুন ফার্মেসিকে এ জরিমানা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এসময় অভিযানে সহযোগিতা করেন ওষুধ পরিদর্শক কৌশিক চন্দ্র মন্ডল।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফার্মেসি দু’টিতে অভিযান চালানো হয়। এসময় অবৈধ ওষুধ বিক্রির দিদার ফার্মেসির মালিক দিদার হোসেন (৪২) কে ৭৫ হাজার টাকা ও হারুন ফার্মেসির মালিক মিতু আক্তারকে ২৫ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
/আরএম