প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারের চাঞ্চল্যকর মজিদ হত্যাকান্ডে জড়িত আরেক আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের চাঞ্চল্যকর আ.লীগ নেতা মজিদ হত্যা মামলার এজাহারভূক্ত আসামী সুজাত আলী (৩৮)কে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার(১৮ অক্টোবর) রাতে সাভারের রেডিও কলোনী এলাকা থেকে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সুজাত আলীকে গ্রেফতার করে র্যাব-৪।
র্যাব-৪ এর অভিযানিক দলের নেতৃত্বে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মজিদ হত্যা কান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামী সুজাত আলীর(৩৮) গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। এখন পর্যন্ত এই হত্যাকান্ডের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরআগে সাভার মডেল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ভাড়াটে খুনি মানিক, আফরোজা বেগম (মিকাইলের স্ত্রী), আলম ও মোক্তার।
এর আগে সাভার থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবদুল মজিদকে খুন করার পরিকল্পনা করা হয়। এই হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী মিকাইল এখনো পালাতক রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লায় নিজ বাসায় ফেরার পথে খুন হন পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ। এঘটনায় গুলিবিদ্ধ হয় আরো একজন।
/আরএম