শিক্ষা-সাহিত্যসাভারস্থানীয় সংবাদ
সাভারের ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান
ঢাকা অর্থনীতি ডেস্ক: সাভারের ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদ আক্তার হোসেনের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।
শনিবার (০২ মার্চ) সাভারের বিরুলিয়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম, রিজ পার্ক হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জি. বদরুল হাসান খান। শনিবার স্প্রিং ২০২৩, সামার ২০২৩ ও স্প্রিং ২০২৪ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
আয়োজনে বক্তব্য দেয়ার সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অগ্রগতির স্বার্বিক অবস্থা তুলে ধরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য স্থানীয় সংসদ সদস্যকে অনুরোধ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সাইফুল ইসলাম এমপি বলেন, শিক্ষিত মানুষরা রাজনীতিতে আসছেনা বলেই খারাপ লোকেরা শুন্যস্থান পূরণ করে যাচ্ছেন। উচ্চ শিক্ষিতরা রাজনীতিতে আসলে তখন আর খারাপ কেউ সুযোগ পাবেন না।
উপাচার্য অধ্যাপক ড. শহীদ আক্তার হোসেন বলেন, শুধু পড়াশোনা জানাই শেষ কথা নয়। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি অন্যান্য দক্ষতা অর্জন করতে হবে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিক্যুলার এক্টিভিটির সাথে যুক্ত না থাকলে জীবন যুদ্ধে পিছিয়ে পরতে হবে। এসময় বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
/এএস