ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

সাভারেও বিভিন্ন ব্যাংকের শাখা চালু রয়েছে, আগামীকালও থাকবে

আবদুল কাইয়ূম, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক সাভার ও আশুলিয়ায় অধিকাংশ তফসিলি ব্যাংক তাদের শাখা চালু রেখেছে। তবে ব্যাংকগুলোতে তুলনামূলক গ্রাহক সংখ্যা কম রয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে অন্যান্য স্বাভাবিক দিনের ন্যায় তাদের কার্যক্রম শুরু করে।

আশুলিয়া ইস্টার্ন ব্যাংক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য এবং রপ্তানী বাণিজ্য সচল রাখার স্বার্থে সাভার, আশুলিয়াসহ দেশেরর বেশ কিছু অঞ্চলে তফসিলি ব্যাংকসমূহের শাখা খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আগামীকালও ব্যাংকগুলো খোলা রাখা হবে বলে জানিয়েন ব্যাংক কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Close
Close