প্রধান শিরোনামবিনোদন
সাবিলা নূরের বিয়ে

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশী ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর বিয়ে পিড়িতে বসছেন। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ছিল তার গায়ে হলুদ। রাজধানী ঢাকার একটি অভিজাত ক্লাবে তার হলুদসন্ধ্যার আয়োজন করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে এই অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। পাত্র দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহের।
জানা গেছে, নেহাল পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার দেশের বাড়ি চাঁদপুর। বর্তমানে তিনি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত আছেন। নেহালের বাবা মরহুম আবু তাহের ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ মহাপরিচালক ও মা উম্মে কুলসুম ঢাকার একটি কলেজের কো-অর্ডিনেটর অফিসার।
প্রসঙ্গত, ২০১৪ সালে মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন সাবিলা নূর। এরপর একাধিক বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। সাবিলা অভিনীত প্রথম নাটক ‘ইউ টার্ন’।