বিশ্বজুড়ে

সাপ মারতে ৮ কোটি টাকার বাড়িতে আগুন!

ঢাকা অর্থনীতি ডেস্ক: আমেরিকায় সাপের উৎপাতের কথা নতুন নয়। তবে সাপ মারতে গিয়ে নিজের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনা এই প্রথম।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। আমেরিকায় এক ব্যক্তি সাপকে উচিৎ শিক্ষা দিতে গিয়ে নিজেই শিক্ষা পেয়েছেন।
ঘটনাটি ঘটেছে আমেরিকার মেরিল্যান্ডে। বার বার তাড়িয়ে দেওয়া সত্ত্বেও এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েছিলো একটি সাপ। তিনি ঠিক করলেন বন অধিদফতরে খবর না দিয়ে নিজেই সাপটিকে ‘উচিত শিক্ষা’ দেবেন।

পরে রাতে তিনি হঠাৎই দেখেন সাপটি ঘরে ঢুকছে। দেরি না করে ফায়ার প্লেসের ভিতর থেকে জ্বলন্ত কাঠকয়লা নিয়ে সাপটিকে লক্ষ্য করে ছুড়ে মারেন। ভেবেছিলেন ভয় পেয়ে ঘর ছেড়ে চলে যাবে বা জ্বলন্ত কাঠকয়লার আঘাতে মারা যাবে সাপটি। কিন্তু এরপর যা ঘটল, তার জন্য প্রস্তুত ছিলেন না তিনি।

কাঠকয়লার আঘাতে সাপটির কোনো ক্ষতি না হলেও সেই জ্বলন্ত কাঠকয়লা থেকে বাড়ির আসবাবে আগুন ধরে যায়। আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে আর সামাল দিতে পারেননি ওই ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু ততক্ষণে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ওই বাড়িটির মূল্য ছিল প্রায় আট কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Close
Close