দেশজুড়েপ্রধান শিরোনাম

সাপের কামড়ে ঘুমিয়ে থাকা দুই ভাইয়ের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপায় এবার গভীর রাতে বিষধর সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে তাদের মৃত্যু হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- শৈলকুপার নাগপাড়া গ্রামের নবাব মন্ডলের দুই ছেলে শাহিন (২৫) ও সোহান (৮)। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে তিনজনের মৃত্যু হলো।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে নিজ ঘরে একই খাটে ঘুমিয়ে ছিল দুই ভাই শাহিন ও সোহান। পরে রাত ১২টার দিকে বিষধর সাপ তাদের কামড় দেয়। সেময় তাদের চিৎকারে পরিবারের অন্যরা ছুটে এসে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাদের মৃত্যু হয়।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে বিলকিস বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। ভোররাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Close
Close