বিনোদন

সাধারণ সম্পাদক পদে থাকছে জায়েদ: হাইকোর্ট

ঢাকা অর্থনীতি ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে থাকছে চিত্রনায়ক জায়েদ খান।

আজ বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন, জায়েদ ও নিপুণ।

এর আগে গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিএফডিসির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণ দ্বন্দ্বের বিষয়ে হাইকোর্টে শুনানি হওয়ার কথা ছিল। তবে রুলের শুনানির দিনে বসেননি আদালত। হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে ভার্চুয়ালি এ শুনানি হওয়ার কথা ছিল।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্টের রুল শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৩ ফেব্রুয়ারি তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু ওইদিন শুনানি মুলতবি করে নতুন তারিখ দেওয়া হয়েছিল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)। তবে সেদিন কার্যতালিকায় থাকলেও রিটের শুনানি হয়নি। নিপুণের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চ পিছিয়ে নতুন করে তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। পরে জায়েদের প্রার্থিতা বাতিল চেয়ে শিল্পী সমিতির আপিল বোর্ডে আবেদন করেন নিপুণ। আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

Related Articles

Leave a Reply

Close
Close