দেশজুড়েপ্রধান শিরোনাম

সাধারণ ছুটি আরও বাড়ছে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়াতে যাচ্ছে সরকার। শনিবার (২ মে)  এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে প্রজ্ঞাপন জারির বিষয়ে কোনো নির্দিষ্ট দিন বা তারিখ জানাননি তিনি।

প্রতিমন্ত্রী জানান, ছুটি বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রীকে প্রস্তাবটি দেয়া হয়েছে। আশা করি প্রধানমন্ত্রী দ্রুতই পদক্ষেপ নেবেন। প্রস্তাবনাটিতে তিনি স্বাক্ষর করলেই কাল অথবা পরশু প্রজ্ঞাপন জারি হবে।

কতদিন ছুটি বাড়তে পারে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি বাড়তে পারে।

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত এবং চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছিল। সেই ছুটি আরেক দফা বাড়ছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close