সাভারস্থানীয় সংবাদ
সাভারে ইন্সপেক্টরসহ শিল্প পুলিশের ১৫ জন করোনা আক্রান্ত (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: সাভারে ঢাকা শিল্প পুলিশ-১ এর পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার ১৫ জন শিল্প পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজকে ৫ জনসহ মোট ১৫ জন শিল্প পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে ঢাকা শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার নাসের জনি মুঠোফোনে জানান ,গত কয়েক দিনের ব্যবধানে আমাদের এখানে পুলিশ পরিদর্শক, উপ পরিদর্শক, নায়েকসহ ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের সবাইকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তাদের সঙ্গে কর্মরত ১৬ পুলিশ সদস্যকে আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত ঢাকা শিল্প পুলিশ ১ এর কার্যালয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে, রোববার (১৭ মে) পযন্ত সাভারে ১১৩১ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। হোম আইসোলেশনে রয়েছে ৬৬ জন, সুস্থ হয়েছেন ১৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৪ জন ও মারা গেছেন ৪ জন। বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
ভিডিও দেখুন: