দেশজুড়েপ্রধান শিরোনাম
সাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
ঢাকা অর্থনীতি ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে সাগর বিক্ষুব্ধ রয়েছে। ফলে সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে শুক্রবার নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে বাংলাদেশের ওপর এর প্রভাব পড়তে পারে, এখন পর্যন্ত এমন কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে রূপ নিলে সেটি তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে।
এদিকে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে বর্ধিত ৫ দিনেও আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সবোর্চ্চ কক্সবাজারে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।