খেলাধুলা
সাকিবকে আইসিসির সুখবর
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঈদুল আজহার দিন আইসিসির সুখবর পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ব্যাট ও বল হাতে আলো ছড়ানো সাকিব আইসিসির ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছেন।
বর্তমানে সাকিব আল হাসানের অবস্থান আট নম্বরে। ব্যাটসম্যানদের র্যাংকিংয়েও বামহাতি এ অলরাউন্ডার এগিয়েছেন ৩ ধাপ। ব্যাটসম্যানদের তালিকায় সাকিব রয়েছেন ২৮তম স্থানে।
বুধবার (২১ জুলাই) সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছে আইসিসি।
জিম্বাবুয়ে সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। তারই ছাপ পড়েছে র্যাংকিংয়ে।
সিরিজে ৮ উইকেট নেন সাকিব। তিনিই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি। অন্যদিকে সাকিব দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলে একাই জেতান দলকে। বাকি দুই ম্যাচে রান করেছেন ১৯ ও ৩০। সিরিজ সেরার পুরস্কারও জেতেন সাকিব আল হাসান।
এদিকে তৃতীয় ম্যাচে তামিম ইকবাল খেলেন ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস। এতে তিনি এগিয়েছেন এক ধাপ, আছেন ২৩ নম্বরে।