দেশজুড়ে
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
ঢাকা অর্থনীতি ডেস্ক: দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় নগরীর আলুপট্টি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা রফিকের ওপর হামলার তীব্র নিন্দা জানান। এসময় এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
মানববন্ধন চলাকালে আরইউজে সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজশাহী বিশ্বিবিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসক মশিহুর রহমান, আরইউজে’র প্রাক্তন সাধারণ সম্পাদক শিবলী নোমান, বিএফইউজের সহ সভাপতি মামুনুর রশিদ, বিএফইউজে নির্বাহী সদস্য জাবিদ অপু, আরইউজে সাধারণ সম্পাদক তানজিমুল হক, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান, আরটিজেএ সাধারণ সম্পাদক মেহেদি হাসান শ্যামল প্রমুখ।
প্রসঙ্গত ৯ সেপ্টেম্বর রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন বহুতল বিপণী বিতানের কর্মীরা পিটিয়ে আহত করেন রফিকুল ইসলামকে।