শিক্ষা-সাহিত্য
গবিতে মেডিসিন ক্লাবের রক্তদান কর্মসূচী শনিবার
গবি প্রতিবেদকঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) মেডিসিন ক্লাবের নয়া কমিটির সঙ্গে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গবিসাস কার্যালয়ে দুপুর ৩ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেডিসিন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কার্যকলাপ নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, আমাদের সংগঠন একটি স্বেচ্ছাসেবকমূলক সংগঠন। মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা বদ্ধ পরিকর। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ভ্যাক্সিনেশন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ বহুমুখী কর্মকান্ডে আমাদের সংগঠনটি নিয়োজিত রয়েছে। আমরা আমাদের কর্মকাণ্ড সমূহ দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সভাপতি মো. রিফাত মেহেদী। গবিসাস সাধারণ সম্পাদক মো রনি খা’র সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন মেডিসিন ক্লাব গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি সৌরভ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মুমতাহিনা নওরিন মিম। গণ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিক এ সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের স্বেচ্ছাসেবক সংগঠন মেডিসেন ক্লাব এর নতুন কমিটি ১১ অক্টোবর যাত্রা শুরু করে। সংগঠনটি আগামী ২ নভেম্বর (শনিবার) গণ বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে।
আরএইচ/আরএম