দেশজুড়েপ্রধান শিরোনাম
‘সাংবাদিকদের নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছে সাংবাদিকরা। এবার সেই প্রতিবাদে শামিল হলেন সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ।
মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় তার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান।
ফেসবুক পোস্টে হানিফ লেখেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।’
আতাউল মাহমুদ নামে একজন কমেন্টে লিখেছেন, ‘একজন মাহবুবউল হানিফ ভাই যিনি বলতে পারেন এই কথা। লাবণ্য ভূঁইয়া বলেন, ‘এই জন্যই আপনাকে সবাই নেতা মানে। নেতা চাইলেই সবাই হতে পারে না। সাদেকা হালিম বলেন, সময়ের উপযুক্ত কথা।’
/এন এইচ