দেশজুড়েপ্রধান শিরোনাম
সরকারের ১৮ দফা নির্দেশনা মানতে জনগণের প্রতি আহ্বান সেতুমন্ত্রী’র
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনা মানতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, করোনা সংক্রমণ বাড়ায় বুধবার থেকে দেশের সব গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়ার শর্তসাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে।
তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে, শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ রয়েছে। এ ব্যাপারে গণপরিবহনের মালিক শ্রমিকদের কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। তাই সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলতে দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা করা হবে।
/এন এইচ