শিক্ষা-সাহিত্য
সরকারী হলেও ছাত্র রাজনীতি নিষিদ্ধ যে বিশ্ববিদ্যালয়ে!
নিজস্ব প্রতিবেদকঃ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের পর সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতির ভালো ও মন্দ দিক নিয়ে ঝড় উঠছে চায়ের কাপে। বাংলাদেশে এমন এক সরকারী বিশ্ববিদ্যালয় আছে যেখানে নেই রাজনৈতিক সভা সমাবেশ, নেই রাজনীতির খেলা।
রাজনৈতিক কারণে হত্যাকান্ড বা খুন, চাঁদাবাজি, লুটতরাজ নেই যে ক্যাম্পাসে সেটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়।
১৯৯১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়৷ তখন থেকে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ৷ তৎকালীন খুবি উপাচার্য ডঃ গোলাম রহমান এর হাত ধরেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। একারণেই বিশ্ববিদ্যালয়ের পথচলার এত বছরে আজ পর্যন্ত রাজনৈতিক কোন্দল সংশ্লিষ্ট কোন ধরণের গোলযোগ দেখা যায়নি।
খুবিতে রাজনৈতিক ছত্রছায়ায় কোন দলীয় কমিটিও নেই। এমনকি খুলনা মহানগরের রাজনীতির সাথে সংযুক্ত যারা তাদেরও বলে দেয়া হয় তারা যেন ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা না করে।
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার পর সারাদেশে ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে সংশ্লিষ্টরা। দেশের সর্বোচ্চ মানসম্পন্ন বিদ্যাপীঠ বুয়েটে এমন অপ্রীতিকর ঘটনার জেরে বুয়েটেও নিষিদ্ধ হতে পারে ছাত্র রাজনীতি। এমন আভাসই পাওয়া যাচ্ছে সংশ্লিষ্টদের কাছ থেকে।