দেশজুড়ে
সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়ায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আহসানুল হাসান লিটন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) আহসানুল হাসান লিটনকে আটক করে বগুড়া সদর থানা পুলিশ।
আটক আহসানুল হাসান লিটন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আব্দুর রউফের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রেলওয়ে বিভাগে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন লিটন ও তার স্ত্রী। এক পর্যায়ে ভুক্তভোগীরা থানায় এসে লিখিত অভিযোগ করলে পুলিশ লিটনকে আটক করে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আর কে বি রেজা সংবাদমাধ্যমে বলেন, আটক আহসানুল হাসান লিটন ও তার স্ত্রী মনি বেগমের বিরুদ্ধে কিছু ভুক্তভোগী মানুষ চাকরির প্রলোভনে ৪০ লাখ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেন। যার পরিপেক্ষিতে আহসানুল হাসান লিটনকে আটক করা হয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।