ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
সরকারকে ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
ঢাকা অর্থনীতি ডেস্ক: ১ দশমিক ২৫ শতাংশ সুদে বাংলাদেশ সরকারকে ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। যা খরচ হবে, স্বচ্ছতার সঙ্গে জাতীয় বাজেট প্রস্তুত ও বাস্তবায়ন এবং সঠিক আর্থিক পূর্বাভাস প্রদানে।
বৃহস্পতিবার (২৭ জুন) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করে বিশ্বব্যাংক।
সংস্থাটি জানায়, ৩০ বছর মেয়াদী ঋণ পরিশোধে ৫ বছরের গ্রেস পিরিয়ড সুবিধাও পাবে বাংলাদেশ।
এসময়, সরকারি অর্থের সঠিক ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ইআরডি সচিব মনোয়ার আহমেদ।
অনুষ্ঠানে দক্ষিণ এশীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে এই প্রকল্পে ব্যাপক সাফল্য এসেছে বলে জানান বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ডান শেন।